লোকসভা টিভির সম্প্রচার বন্ধ রেখে চলছে তেলেঙ্গানা বিল নিয়ে আলোচনা

লোকসভা টিভির সম্প্রচার বন্ধ রেখে চলছে তেলেঙ্গানা বিল নিয়ে আলোচনা

লোকসভা টিভির সম্প্রচার বন্ধ  রেখে চলছে তেলেঙ্গানা বিল নিয়ে আলোচনালোকসভা টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হল। সম্প্রচার বন্ধ রেখেই চলছে তেলেঙ্গানা বিল নিয়ে আলোচনা। লোকসভার সমস্ত দরজাও বন্ধ করে রাখা হয়েছে।

তেলেঙ্গানা বিল নিয়ে ফের উত্তাল সংসদ। শুরুতেই হট্টোগোলের জেরে মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষ।বারোটার পর সংসদ বসলে লোকসভায় অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিল নিয়ে আলোচনার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। কিন্তু সীমান্ধ্রের সাংসদদের প্রবল বিক্ষোভের জেরে দফায় দফায় সভা মুলতুবি হয়। রাজ্যসভাতেও ডেপুটি চেয়ারম্যানের সামনে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান সীমান্ধ্রের সাংসদরা।

তেলেঙ্গানা বিল পাস করাতে মরিয়া কংগ্রেস। এজন্য চলতি সপ্তাহেই দলের সব সাংসদকে হাজির থাকার হুইপ জারি করা হয়েছে। তেলেঙ্গানা ইস্যুতে কংগ্রেসে ভাঙন আগেই ধরেছিল। রাজ্যভাগ নিয়ে কেন্দ্রের পদক্ষেপের বিরুদ্ধে সরব অন্ধ্রের মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডিও। আজই সম্ভবত তিনি ইস্তফা দিতে পারেন। সূচনা করতে পারেন নিজের আলাদা দলের।

First Published: Tuesday, February 18, 2014, 15:39


comments powered by Disqus