Last Updated: Thursday, February 20, 2014, 18:58
পেশ হলেও রাজ্যসভায় মোটেই মসৃণ পথ পাচ্ছে না তেলেঙ্গানা বিল। কারণ বিলের ওপর সংশোধনীর দাবি থেকে সরছে না বিজেপি। সেক্ষেত্রে, সংশোধনী গৃহীত হলে লোকসভায় ফেরাতে হবে তেলেঙ্গানা বিলটিকে। ফলে, চলতি অধিবেশনে বিলের ভবিষ্যত ঘিরে কিছুটা হলেও দানা বাঁধতে শুরু করেছে অনিশ্চয়তার মেঘ।