Last Updated: October 9, 2012 23:04

কোয়ান্টাম অপটিক্স নিয়ে গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেতে চলেছেন ফ্রান্সের সার্জ অ্যারোশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিড ওয়াইনল্যান্ড। মঙ্গলবার নোবেল কমিটি তাঁদের নাম ঘোষণা করেছে। অ্যারোশে এবং ওয়াইনল্যান্ড, এই দুই বিজ্ঞানী মুলত আলোর কণার মাপ এবং তাদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন। তাঁরা দেখিয়েছেন সমস্ত ধর্ম বজায় রেখে কিভাবে একটি আলোর কণাকে পর্যবেক্ষণ করতে হয়।
একটি আলোর কণাকে যদি সব কিছু থেকে আলাদা করা যায় তাহলে একটি অণু বা একটি ইলেকট্রন বা একটি ফোটন অদ্ভুত ধর্ম প্রকাশ করে। এটি একই সময়ে দু জায়গায় থাকতে পারে। অনেকটা তরঙ্গের মত ব্যবহার করে। কিন্তু এই ধর্ম তৎক্ষণাৎ পরিবর্তিত হয় যখনই তা অন্য কিছুর সংস্পর্ষে আসে, যেমন যখন কেউ সেটাকে লক্ষ্য করে।
নোবেল কমিটির বক্তব্য, কোয়ান্টাম পদার্থবিদ্যার ক্ষেত্রে নতুন দিশা দিয়েছে এই দুই বিজ্ঞানীর গবেষণা।
First Published: Tuesday, October 9, 2012, 23:04