quantum science - Latest News on quantum science| Breaking News in Bengali on 24ghanta.com
পদার্থবিজ্ঞানে নোবেল এবার ফ্রান্স আর আমেরিকার দখলে

পদার্থবিজ্ঞানে নোবেল এবার ফ্রান্স আর আমেরিকার দখলে

Last Updated: Tuesday, October 9, 2012, 23:04

কোয়ান্টাম অপটিক্স নিয়ে গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেতে চলেছেন ফ্রান্সের সার্জ অ্যারোশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিড ওয়াইনল্যান্ড। মঙ্গলবার নোবেল কমিটি তাঁদের নাম ঘোষণা করেছে। অ্যারোশে এবং ওয়াইনল্যান্ড, এই দুই বিজ্ঞানী মুলত আলোর কণার মাপ এবং তাদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন। তাঁরা দেখিয়েছেন সমস্ত ধর্ম বজায় রেখে কিভাবে একটি আলোর কণাকে পর্যবেক্ষণ করতে হয়।