নোকিয়ায় ৩,৫০০ কর্মী ছাঁটাই

নোকিয়ায় ৩,৫০০ কর্মী ছাঁটাই

নোকিয়ায় ৩,৫০০ কর্মী ছাঁটাইকানেক্টিং পিপল-এর সংস্থায় ছাঁটাই. এক আধজন নন, একবারে সাড়ে তিন হাজার জন। খরচ কমাতে এপ্রিলে নতুন প্রকল্প ঘোষণা করে আগেই সাত হাজার ছাঁটাইয়ের ব্যবস্থা করেছে নোকিয়া। আরও তিন হাজার জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্য সংস্থার হাতে। এরপরও আরও সাড়ে তিন হাজার কর্মী ছাঁটাই করতে হচ্ছে নোকিয়াকে। পাশাপাশি এ বছরের মধ্যে রোমানিয়ার ক্লুজের কারখানা বন্ধের সিদ্ধান্তও নিয়েছে মোবাইল নির্মাতা সংস্থাটি। ফিনল্যান্ড, হাঙ্গেরি, মেক্সিকোর তিনটি কারখানা বন্ধ করার কথাও বিবেচনা করছে নোকিয়া। এবছরের মধ্যে জার্মানির বন আর আমেরিকার মালভার্নে সংস্থার বাণিজ্য শাখাও বন্ধ করা হবে। নোকিয়ার দেওয়া হিসেবে, এবছরের এপ্রিল থেকে জুনে তাঁদের মোট ক্ষতি হয়েছে ৩ ৬ ৮ মিলিয়ন ইউরো। অথচ আগের বছরই নোকিয়ার মোট লাভের অঙ্ক ছিল ২ ২ ৭ মিলিয়ন ইউরো। ব্যবসা কমেছে ৭ শতাংশ।

First Published: Friday, September 30, 2011, 13:25


comments powered by Disqus