Last Updated: July 17, 2013 18:36

২৪ ঘণ্টার খবরের জের। লেক মার্কেটে ফরাসি যুগল নিগ্রহ কাণ্ডে জামিন অযোগ্য ধারা প্রয়োগ করল পুলিস। প্রথমে জামিন যোগ্য ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে লেক থানার পুলিস। খবর সম্প্রচারিত হওয়ার পর ফের নতুন করে নিগৃহীত মহিলার বয়ান নেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে পুলিস। গ্রেফতার হয় ৩ জন। ধৃতদের ২২ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
রবিবার ভোর রাতে ফরাসি তরুণীকে যোধপুর পার্কের বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিলেন তাঁর পুরুষ বন্ধু। লেক থানা এলাকার গোবিন্দপুর বস্তির কাছাকাছি পৌঁছতেই এলাকার কয়েক জন যুবক তাঁদের দেখে অশ্লীল মন্তব্য এবং অঙ্গভঙ্গি করে বলে অভিযোগ। প্রতিবাদ করায় ওই তরুণী এবং তাঁর পুরুষ বন্ধুকে মারধর করা হয়। চলে অশ্লীল মন্তব্য। লেক থানায় তরুণী অভিযোগ দায়ের করলে প্রথমে পুলিস মারধরের জন্য ৩২৩ এবং গালাগালির জন্য ৫০৯ ধারায় মামলা দায়ের করে। এই দু`টি ধারাই জামিনযোগ্য হওয়ায় সহজেই জামিন পেয়ে যায় ধৃত কমল নস্কর। তারপর থেকেই বেপাত্তা কমল নস্কর।
২৪ ঘণ্টায় খবর সম্পর্চারিত হতেই টনক নড়ে পুলিসের। নিগৃহীতা মহিলার ফের নতুন করে বয়ান নেয় লেক থানার পুলিস। এবার অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়। মঙ্গলবার রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত নেপাল সর্দার, বলাই হাঁসদা ও ছোটু হালদারকে। বুধবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়. আদালতে সরকারি আইনজীবী সাফাই দিয়েছেন, ভাষাগত সমস্যা ও আতঙ্কের কারণে ওই ফরাসি যুবক ,যুবতী ঠিকমতো বয়ান দিতে পারেননি। পুলিসের এই যুক্তি মানতে রাজি হননি নিগৃহীত ফরাসি যুগলের আইনজীবী আদালতে মহিলার টি আই প্যারেডের আবেদন জানিয়েছে পুলিস।
First Published: Wednesday, July 17, 2013, 18:36