Last Updated: April 28, 2012 13:13

নোনাডাঙায় অশান্তি আরও তীব্র চেহারা নিল। আজ সকালে বস্তি থেকে উচ্ছেদ হওয়া মানুষ পুলিসের সামনেই বিতর্কিত জমির টিনের ঘেরাটোপ ভাঙতে শুরু করেন। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রচুর পুলিস মোতায়েন করা হয়। নামানো হয় র্যাফ। প্রথমে পরিস্থিতি কিছুক্ষণের জন্য শান্ত হলেও, বেলা বাড়তেই ফের টিনের ঘেরাটোপে ভাঙচুর শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। ভাঙচুরের ঘটনায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। ক্ষুব্ধ বস্তিবাসীর অভিযোগ, বিতর্কিত জমি পুরোটাই টিন দিয়ে ঘিরে দেওয়ায় তাঁরা চরম সমস্যায় পড়েছিলেন। পানীয় জল নিতে পারছিলেন না। সোজা পথে বাজারে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছিল। সেই ক্ষোভ থেকেই আজ টিনের ঘেরাটোপ ভেঙে ফেলেন তাঁরা।
First Published: Saturday, April 28, 2012, 20:54