Last Updated: Saturday, April 28, 2012, 13:13
নোনাডাঙায় অশান্তি আরও তীব্র চেহারা নিল। আজ সকালে বস্তি থেকে উচ্ছেদ হওয়া মানুষ পুলিসের সামনেই বিতর্কিত জমির টিনের ঘেরাটোপ ভাঙতে শুরু করেন। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রচুর পুলিস মোতায়েন করা হয়। নামানো হয় র্যাফ।