Last Updated: July 8, 2013 23:09

মোট ভোটার : ১৩,২৯,৩৯৩
পুরুষ ভোটার : ৬,৯৭,১০৫
মহিলা ভোটার : ৬,৩২,২৮৮
মোট বুথ : ১৭১৯
অতি স্পর্শকাতর : ৬৪১
স্পর্শকাতর : ৬৪৪
সাধারণ : ২৩৫
শান্তিপূর্ণ : ১৯৯
ইস্যু :
১। ১০০ দিনের কাজে দুর্নীতি।
২। স্বজন পোষণ।
৩। সন্দেশখালিতে নদীবাধ সংস্কার।
৪। গীতাঞ্জলী প্রকল্পের টাকা নয়ছয়।
৫। নদীবাধ প্রকল্প।
৬। বিধবাভাতা, বার্ধক্যভাতা নিয়ে দুর্নীতি।
৭। স্বনির্ভর গোষ্ঠীগুলি জেলা জুড়ে মুখ থুবরে পড়ছে।
৮। সরকারি আমলাদের হাতে ক্ষমতা চলে যাওয়ায় পঞ্চায়েতের বেশির ভাগ প্রকল্প বন্ধ হয়ে রয়েছে।
৯। টাকা খরচ করতে না পারায় অনেক টাকা ফেরত চলে গিয়েছে।
১০। বেশির ভাগ পঞ্চায়েত দুর্নীতি গ্রস্থ হয়ে পড়ছে। যার ফলে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে।
১১। ১০০ দিনের প্রকল্পের কাজ প্রায় হচ্ছে না বললেই চলে। এই সব নীতির উপর ভিত্তি করেই পঞ্চায়েত নির্বাচন হবে।
১২। সময় মত টাকা না আসায় টাকা ফেরত।
১৩। জেলা পরিষদ ডি এম-এর অধীনে চলে যাওয়ায় সব উন্নয়নের কাজ বন্ধ।
১৪। রাস্তাঘাটের অনুন্নয়ন।
১৫। সার-বীজ পঞ্চায়েত থেকে পাচ্ছে না।
১৬। কৃষকরা ক্ষুব্ধ।
১৭। কোল্ড স্টোর নেই, পেঁয়াজ সব্জি ধরে রাখতে পারছে না। পচে যাচ্ছে।
১৮। ১০০ দিনের কাজ অনেক জায়গায় বন্ধ।
First Published: Monday, July 8, 2013, 23:09