উত্তরবঙ্গে ক্ষুদ্রশিল্পে ভর্তুকি দেবে রাজ্য, পাহাড়ের মন জয়ের নয়া চেষ্টা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গে ক্ষুদ্রশিল্পে ভর্তুকি দেবে রাজ্য, পাহাড়ের মন জয়ের নয়া চেষ্টা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গে ক্ষুদ্রশিল্পে ভর্তুকি দেবে রাজ্য, পাহাড়ের মন জয়ের নয়া চেষ্টা মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে ক্ষুদ্রশিল্পের জন্য ভর্তুকি দেবে রাজ্য। মার্চ মাস থেকেই সেই প্রকল্পের কাজ শুরু হবে। পাহাড় সফরের আগে মঙ্গলবার এমনটাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, জল্পাইগুড়ি, ডুয়ার্স,ধুপগুড়ি সহ বিভিন্ন জায়গায় অনেক শিল্প হচ্ছে।

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে উত্তরবঙ্গে চালু হচ্ছে সেক্রেটারিয়েট। মঙ্গলবার পাহাড় সফরের আগে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, উত্তরবঙ্গের মহাকরণ আকারে ছোট হবে এবং সেখানে কর্মী সংখ্যাও অপেক্ষাকৃত কম হবে। তিনি ছাড়াও অন্যান্য মন্ত্রীরাও সেখানে নিয়ম করে বসবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

পাহাড়ের পরিস্থিতিতে বদল আসতেই, মুখ্যমন্ত্রী সেখানে উন্নয়নের চেষ্টায় মানুষের মন জয় করার আরও একবার চেষ্টা করছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। যার প্রথম ধাপ হিসাবেই ক্ষুদ্রশিল্পকেই বেছে নিয়েছেন তৃণমূল নেত্রী।

First Published: Wednesday, October 23, 2013, 08:47


comments powered by Disqus