Last Updated: December 4, 2012 10:46

নরওয়েতে ভারতীয় শিশুর বাবা-মাকে গ্রেফতারের ঘটনায় আজ রায় ঘোষণা করল আদালত। স্কুলবাসে প্যান্ট ভিজিয়ে ফেলায় তাঁদের ৭ বছরের সন্তান শ্রীরামকে শাসন করেছিলেন চন্দ্রশেখর ভল্লাভনেনি এবং তাঁর স্ত্রী অনুপমা। তার শাস্তি স্বরূপ চন্দ্রশেখরের ১৮ মাসের আর অনুপমার ১৫ মাসের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালতটি।
ছেলেকে শাসনের অপরাধে গত সোমবার নরওয়ে পুলিস প্রবাসী ভারতীয় ওই দম্পতিকে গ্রেফতার করে। তারপর থেকে তাঁরা বন্দিদশাতেই রয়েছেন। নরওয়ের আইনের ২১৯ ধারায় চন্দ্রশেখর এবং অনুপমাকে অভিযুক্ত করা হয়েছে। সরকারি কৌঁসুলির পক্ষ থেকে বলা হয়েছিল বাচ্চাটির শরীরে পোড়ার দাগ, বেল্টদিয়ে মারার ক্ষত পাওয়া গিয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্তানের সঙ্গে দুর্ব্যবহার, হিংসাত্মক আচরণ এবং লালন-পালনে অক্ষমতার অভিযোগ আনা হয়েছিল। তবে ছেলেটির পরিবারটির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।
First Published: Tuesday, December 4, 2012, 16:13