oslo - Latest News on oslo| Breaking News in Bengali on 24ghanta.com
নরওয়ে কাণ্ডে দোষী সাব্যস্ত বাবা-মা

নরওয়ে কাণ্ডে দোষী সাব্যস্ত বাবা-মা

Last Updated: Tuesday, December 4, 2012, 10:46

নরওয়েতে ভারতীয় শিশুর বাবা-মাকে গ্রেফতারের ঘটনায় আজ রায় ঘোষণা করল আদালত। স্কুলবাসে প্যান্ট ভিজিয়ে ফেলায় তাঁদের ৭ বছরের সন্তান শ্রীরামকে শাসন করেছিলেন চন্দ্রশেখর ভল্লাভনেনি এবং তাঁর স্ত্রী অনুপমা। তার শাস্তি স্বরূপ চন্দ্রশেখরের ১৮ মাসের আর অনুপমার ১৫ মাসের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালতটি।