তরুণ তেজপালকে আড়াল করতে এগিয়ে এলেন তহেলকার এমডি সোমা চৌধুরী

তরুণ তেজপালকে আড়াল করতে এগিয়ে এলেন তহেলকার এমডি সোমা চৌধুরী

তরুণ তেজপালকে আড়াল করতে এগিয়ে এলেন তহেলকার এমডি সোমা চৌধুরীসংস্থার প্রতিষ্ঠাতাকে কী আড়ালের চেষ্টা করছে তহেলকা? ম্যানেজিং ডিরেক্টর সোমা চৌধুরীর পরের পর বক্তব্যে সেই প্রশ্নই জোরালো হচ্ছে। ঘটনা সম্পর্কে তরুণ তেজপাল ভিন্নমত বলেই জানিয়েছেন সংস্থার এমডি। অভিযোগ যাই হোক, নিজে থেকে পুলিসের কাছে যাবেন না বলেও জানিয়েছেন। আরও একধাপ এগিয়ে সোমা চৌধুরী বলেছেন তেজপালের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপে সন্তুষ্ট নির্যাতিতা।

তহেলকার প্রতিষ্ঠাতা সদস্য তরুণ তেজপাল। তহেলকার জনপ্রিয়তার সিংহভাগ কৃতিত্বের দাবিদারও তিনি। তিনিই তহেলকার ইউএসপি। এইসব মাথায় রেখেই কী যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত তেজপালকে আড়াল করতে চাইছেন ম্যানেজিং ডিরেক্টর সোমা চৌধুরী। তাঁর একের পর এক বক্তব্যে সেই প্রশ্ন জোরালো হয়েছে। সংবাদমাধ্যমে যা দেখানো হচ্ছে তেজপাল সে সম্পর্কে একমত নন বলেই জানিয়েছেন তহেলকার এম ডি।  
 
তেজপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েও সমর্থনের সুর মেলেনি সোমা চৌধুরীর কথায়।
 
তহেলকার এক কর্মী, আরেক কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ তুলেছেন। সংস্থার এমডি হয়ে তিনি কি পুলিসের কাছে যাবেন? সোমা চৌধুরী স্পষ্ট জবাব এটা তাঁর কাজ নয়। যিনি নির্যাতনের অভিযোগ করেছেন এটা তাঁকেই ঠিক করতে হবে। এমনকী তেজপালের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপে নির্যাতিতা সন্তুষ্ট বলেও জানিয়ে দেন সোমা চৌধুরী। কিন্তু ঘটনা কি সেটাই? তাহলে কেন আবার বয়ান বদল করলেন  সোমা চৌধুরী?
 
সোমা চৌধুরীর পরষ্পর বিরোধী বক্তব্যে তরুণ তেজপালকে আড়ালের অভিযোগই জোরালো হচ্ছে বলে মনে করছেন অনেকে।
 

First Published: Friday, November 22, 2013, 23:49


comments powered by Disqus