Soma Chowdhury - Latest News on Soma Chowdhury| Breaking News in Bengali on 24ghanta.com
তরুণ তেজপালকে আড়াল করতে এগিয়ে এলেন তহেলকার এমডি সোমা চৌধুরী

তরুণ তেজপালকে আড়াল করতে এগিয়ে এলেন তহেলকার এমডি সোমা চৌধুরী

Last Updated: Friday, November 22, 2013, 23:49

সংস্থার প্রতিষ্ঠাতাকে কী আড়ালের চেষ্টা করছে তহেলকা? ম্যানেজিং ডিরেক্টর সোমা চৌধুরীর পরের পর বক্তব্যে সেই প্রশ্নই জোরালো হচ্ছে। ঘটনা সম্পর্কে তরুণ তেজপাল ভিন্নমত বলেই জানিয়েছেন সংস্থার এমডি। অভিযোগ যাই হোক, নিজে থেকে পুলিসের কাছে যাবেন না বলেও জানিয়েছেন। আরও একধাপ এগিয়ে সোমা চৌধুরী বলেছেন তেজপালের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপে সন্তুষ্ট নির্যাতিতা।