Last Updated: October 14, 2011 16:21

সাংহাই মাস্টার্সে রাফায়েল নাদালের হারে সুবিধা হল নোভাক জোকোভিচের। এটিপির পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের শেষ অবধি জোকোভিচ এক নম্বর স্থানেই থাকবেন। জুলাই মাসে উইম্বলডন খেতাব জিতে টেনিস ranking-এ শীর্ষস্থান অর্জন করেছিলেন সার্বিয়ার এই টেনিস তারকা ।
First Published: Friday, October 14, 2011, 16:21