Last Updated: Monday, March 31, 2014, 09:24
পেশাদার টেনিসে ফার্স্ট বয় বনাম সেকেন্ড বয়ের লড়াইয়টা একপেশে হল। সেকেন্ড বয় কার্যত উড়িয়ে দিল ফার্সট বয়কে। মিয়ামি ওপেনের ফাইনালে বিশ্বের ২ নম্বর নোভাক জকোভিচ স্ট্রেট সেটে হারিয়ে দিলেন শীর্ষস্থানে থাকা রাফায়েল নাদালকে। টেনিস বিশ্বে জোকার হিসাবে পরিচিত জকোভিচ ৬-৩,৬-৩ হারালেন স্পেনের মহাতারকাকে।