জমকালো জোকারে নাস্তানাবুদ নাদাল

জমকালো জোকারে নাস্তানাবুদ নাদাল

Tag:  Djokovic Nadal
জমকালো জোকারে নাস্তানাবুদ নাদাল-------------------------------------
পেশাদার টেনিসে ফার্স্ট বয় বনাম সেকেন্ড বয়ের লড়াইয়টা একপেশে হল। সেকেন্ড বয় কার্যত উড়িয়ে দিল ফার্স্ট বয়কে। মিয়ামি ওপেনের ফাইনালে বিশ্বের ২ নম্বর নোভাক জকোভিচ স্ট্রেট সেটে হারিয়ে দিলেন শীর্ষস্থানে থাকা রাফায়েল নাদালকে। টেনিস বিশ্বে জোকার হিসাবে পরিচিত জকোভিচ ৬-৩,৬-৩ হারালেন স্পেনের মহাতারকাকে।

মাত্র ১ ঘণ্টা ২৩ মিনিট ধরে চলা ম্যাচে সব বিভাগেই নাদালকে ছাপিয়ে যান সার্বিয়ার টেনিস তারকা। দু জনের শেষ ২০টি সাক্ষাতে ১৩টিতেই জিতলেন জকোভিচ। পেশাদার টেনিসে হার্ড কোর্টে এই মিয়ামি সোনি ওপেনই হল সবচেয়ে বড় এটিপি টুর্নামেন্ট। এবার নিয়ে মোট চারবার এই খেতাব জিতলেন জোকার।

এই টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হন সেরেনা উইলিয়ামস। ফাইনালে সেরেনা হারান চিনের লি না`কে।

First Published: Monday, March 31, 2014, 09:27


comments powered by Disqus