Last Updated: September 28, 2013 12:18

মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজেদের অ্যাকাউন্ট খুলল সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠী আল কায়দা।
এতদিন পর্যন্ত শোমুখ আল- ইসলাম নামের ওয়েবসাইটের মাধ্যমে সদস্যদের সঙ্গে যোগাযোগ ব্জায় রাখত আল কায়দা নেতৃত্ব। @শোমখাআইসলাম নাম নিয়ে এই ওয়েবসাইটের হয়েই টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে।
সূত্রে খবর, আল কায়দার দুই বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ার আল নুসরা ফ্রন্ট ও ইরাকের ইসলামিক স্টেট অফ ইরাক-এর মধ্যে সমন্বয় গড়ে তুলতেই এই অ্যাকাউন্ট খোলা হয়েছে।
অ্যাকাউন্ট খোলার পর থেকে এখনও পর্যন্ত ২৯টি টুইট করা হয়েছে এই অ্যাকাউন্টের হয়ে। মোট ১,৫৩২ ফলোয়ার তৈরি হয়েছে। যার মধ্যে আল কায়দার প্রথমসারির বিশ্বত্রাস কিছু জেহাদিও রয়েছেন।
First Published: Saturday, September 28, 2013, 12:18