Last Updated: Wednesday, March 7, 2012, 16:19
ওয়াজিরিস্তান হাভেলিতে মার্কিন নেভি সিল-এর লাদেন-নিধন অভিযানের গোপন তথ্য এবার সামনে আনল উলকিলিক্স। ওবামা সরকারের গোপন নথি ফাঁস করে জুলিয়েন অ্যাসাঞ্জের ওয়েবসাইটের দাবি, আল কায়দা সুপ্রিমোর দেহ গোপন সমুদ্রগর্ভে সমাহিত করার যে তথ্য পেন্টাগন দিয়েছে, তা সর্বৈব মিথ্যা।