Last Updated: June 8, 2014 19:49

সাধারণত এরকম দেখা যায় না। কিন্তু সেটাই ঘটল রাজ্যে। প্রকাশ্য রাজনৈতিক প্রচারে নামল আরএসএস। বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে বারুইপুরে জনসভা করল সঙ্ঘ। মুখ্যমন্ত্রী আর তৃণমূলের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানালেন নেতারা। হাজির ছিলেন লোক সভা ভোটে বিজেপি-র দুই প্রার্থী তথাগত রায় ও সুভাষ সরকারও।
তৃণমূলের আক্রমণের শিকার হচ্ছেন বিজেপি কর্মীরা। এই অভিযোগে রবিবার বারুইপুর রাসমাঠে সভা করল আরএসএস। সন্ত্রাসের মতো রাজনৈতিক বিষয়ে সঙ্ঘের এরকম প্রকাশ্য সমাবেশ সাধারণত দেখা যায় না।
চোখে পড়ল ব্যাপক ভিড়। আর সরকারের সমালোচনায় হাততালি।
সভায় বিজেপি-র পরিচিত মুখ সুভাষ সরকার, তথাগত রায়দের উপস্থিতি বুঝিয়ে দিল সঙ্ঘের সঙ্গে বিজেপি-র নিবিড় সম্পর্ক ঢেকে রাখার কোনও চেষ্টাই হবে না।
তথাগত রায় সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বললেন, ওনার দিন শেষ।
২০১৬ বিধানসভা ভোটকে টার্গেট করে তারা যে সর্বশক্তি নিয়ে নামছে সেটাই যেন বুঝিয়ে দিয়ে গেল রবিবারের দুপুরে বারুইপুরে রাজনৈতিক ইস্যুতে আরএসএসের প্রকাশ্য জনসভা।
First Published: Sunday, June 8, 2014, 19:49