Last Updated: Monday, January 21, 2013, 18:16
বিজেপি, আরএসএস, কংগ্রেস। ফের একবার বাকযুদ্ধে দেশের প্রথম সারির তিন রাজনৈতিক শিবির। এবার `গেরুয়া সন্ত্রাস` নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের করা মন্তব্যকে ঘিরে। জয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরের শেষ দিনে দেশের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমনন্ত্রী বিজেপি ও রাষ্ট্রীয় সয়মসেবক সংঘকে একহাত নেন। শিন্ডের রায় ছিল, `গেরুয়া সন্ত্রাসে` মদত দিচ্ছে বিজেপি ও আরএসএস। সমঝোতা এবং মালেগাও বিস্ফোরণের মতো ঘটনায় বিজেপিও জড়িত। তা থেকেই সন্ত্রাসে বিজেপির মদত স্পষ্ট হয়ে যায় বলে দাবি করেন শিন্ডে।