Last Updated: November 13, 2013 21:17

তখনও বলিউডে বিকিনি পরা ছিল বিপ্লব। ১৯৬৭ সালে অ্যান ইভনিং ইন প্যারিস ছবিতে বিকিনি পর ঝড় তুলেছিলেন শর্মিলা ঠাকুর। চল্লিশ বছর পর সেই পথে হেঁটেই টশন ছবিতে বিকিনি পরেছিলেন বউমা করিনা। এই ছবি থেকেই সইফের সঙ্গে প্রেমপর্বেরও সূচনা। এবার মা আর বউদির পথে হেঁটে বিকিনিতে রুপোলি পর্দায় আসতে চলেছেন সোহা আলি খান।
আগামী ছবি মি জো বি কার্ভালহো। ছবিতে পুলিস অফিসারের ভূমিকায় অভিনয় করলেও ক্যাবারে ডান্সার রূপেও তাঁকে দেখতে পাবেন দর্শকরা। এমনকী, ছবিতে নিজে স্টান্টও করেছেন সোহা। ভোলরাম মালভিয়া, শীতল মালভিয়া প্রযোজিত ও সমীর তিওয়ারি পরিচালিত ছবিতে রয়েছেন আরশাদ ওয়ার্সি ও জাভেদ জাফরি।
আগামী বছর ৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে মি জো বি কার্ভালহো।
First Published: Wednesday, November 13, 2013, 21:17