এ বার প্রকাশ্যে সৌগত- ফিরহাদ হাকিম বিবাদ

ফিরহাদের কেএমডিএ-কে তোপ দেগে বিবাদের পথে সৌগত রায়

ফিরহাদের কেএমডিএ-কে তোপ দেগে বিবাদের পথে সৌগত রায়এবার প্রকাশ্যে সৌগত রায়-ফিরহাদ হাকিমের বিবাদ। জেএনএনইউআরএম প্রকল্পে দেরির জন্য এবার সরাসরি কেএমডিএকে দায়ি করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। উল্লেখ্য রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাজ হাকিমের অধীনেই রয়েছে কেএমডিএ।

এই মন্ত্রকেরই উপদেষ্টা হিসেবে ছিলেন সৌগত রায়। তখন থেকেই শুরু হয় সৌগত রায় ও ফিরহাদ হাকিমের মধ্যে মতান্তর।

(বিস্তারিত খবর কিছু পরে)





First Published: Saturday, September 28, 2013, 15:46


comments powered by Disqus