Last Updated: Tuesday, December 20, 2011, 18:34
রাস্তা আছে, যাত্রী আছে, গন্তব্যে পৌঁছনোর তাড়া আছে, বাস নেই! কলকাতা ও দুই চব্বিশ পরগনার হালফিলের করুণ পরিবহণচিত্র ক্রমশ বেআব্রু হচ্ছে। সরকারি, বেসরকারি, কোনও বাসই মিলছে না। বিলুপ্ত হয়ে গেছে বেশ কিছু রুট।