আমেরিকায় খুন অনাবাসী ভারতীয়

আমেরিকায় খুন অনাবাসী ভারতীয়

আমেরিকায় খুন অনাবাসী ভারতীয়মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে খুন হলেন এক বাঙালি ব্যবসায়ী। নিহত সুহৃদ কুমার দাস নদিয়ার বাতকুল্লার বাসিন্দা। বুধবার রাতে বন্ধুকে নিয়ে ডিনার সেরে বাড়ি ফেরার পথে আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকেরা।

সঙ্গে থাকা বন্ধুই এরপর নদিয়ার বাতকুল্লার বাড়িতে টেলিফোন করে সুহৃদবাবুর মৃত্যুসংবাদ জানান। এরপরই দাসপাড়া উত্তর সুরভিস্থানের ওই বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

ব্যবসা করতে দাদাকে সঙ্গে নিয়ে ২০০১ সালে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন সুহৃদ কুমার দাস। তারপর থেকে আটলান্টা শহরে ফাস্ট ফুডের দোকান চালাতেন ২ ভাই।
  
নিহত সুহৃদ কুমার দাসের পরিবারের তরফে বিষটি নিয়ে মুখ্যমন্ত্রী এবং মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই বিষয়ে সবরকম সাহায়্যের আশ্বাস দিয়েছেন তাঁরা।

First Published: Friday, February 24, 2012, 09:12


comments powered by Disqus