surid kumar das - Latest News on surid kumar das| Breaking News in Bengali on 24ghanta.com
আমেরিকায় খুন অনাবাসী ভারতীয়

আমেরিকায় খুন অনাবাসী ভারতীয়

Last Updated: Friday, February 24, 2012, 09:12

মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে খুন হলেন এক বাঙালি ব্যবসায়ী। নিহত সুহৃদ কুমার দাস নদিয়ার বাতকুল্লার বাসিন্দা। বুধবার রাতে বন্ধুকে নিয়ে ডিনার সেরে বাড়ি ফেরার পথে আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকেরা।