Last Updated: November 9, 2013 13:48

এনআরএস হাসপাতালে সদ্যোজাতের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, ওটিতে নিয়ে যাওয়ার জন্য ট্রলি পাননি ট্যাংরার বাসিন্দা শতাব্দী ঘোষ। হেঁটে ওটিতে ঢোকার সময়ই প্রসব করেন ওই প্রসূতি। মেঝেতে পড়ে গিয়ে মৃত্যু হয় সদ্যোজাতের। এরপরই হাসপাতালে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখান প্রসূতির পরিবারের সদস্যেরা। পরে এন্টালি থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রসূতির পরিবার।
হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করা হবে জানিয়েছে। চিকিত্সক সংগঠনের প্রতিনিধি রেজাউল করিম হাসপাতালে পরিকাঠামোর কথা স্বীকার করে নিয়েছেন। ট্রলির সংখ্যা, গ্রুপ ডি কর্মীর ঘাটতি আছে বলেও জানান তিনি।
First Published: Saturday, November 9, 2013, 15:45