Last Updated: Saturday, November 9, 2013, 13:48
এনআরএস হাসপাতালে সদ্যোজাতের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, ওটিতে নিয়ে যাওয়ার জন্য ট্রলি পাননি ট্যাংরার বাসিন্দা শতাব্দী ঘোষ। হেঁটে ওটিতে ঢোকার সময়ই প্রসব করেন ওই প্রসূতি। মেঝেতে পড়ে গিয়ে মৃত্যু হয় সদ্যোজাতের। এরপরই হাসপাতালে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখান প্রসূতির পরিবারের সদস্যেরা। পরে এন্টালি থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রসূতির পরিবার।