সাবেকি পোশাক বদলে বিমান সেবিকার পোশাক পরে সাফল্য চিনা নার্সদের!

সাবেকি পোশাক বদলে বিমান সেবিকার পোশাক পরে সাফল্য চিনা নার্সদের!

Tag:  NurseAIR HOSTESS
সাবেকি পোশাক বদলে বিমান সেবিকার পোশাক পরে সাফল্য চিনা নার্সদের!---------------------------------------------------------------
সাবেকি পোশাক বদলে অভূতপূর্ব সাফল্য চিনা নার্সদের। এমনই এক ভিডিও নিয়ে হৈচৈ ইন্টারনেট দুনিয়ায়। চিনের এক হাসপাতালে ক দিন আগে কয়েক জন নার্সদের পারফরম্যান্স বাড়াতে অভিনব পন্থা গ্রহণ করা হয়। ডাক্তারির প্রাথমিক পাঠের পাশাপাশি হাসপাতালের নার্সদের ট্রেনিং দেওয়া হয় বিমানসেবিকাদের সঙ্গে।

বেশ কয়েক সপ্তাহ ধরে বিমানসেবিকাদের সঙ্গে একই কায়দায় নার্সদের প্রশিক্ষণ দেওয়ার পর ফিরিয়ে আনা হয় হাসপাতালের ডিউটিতে। সেইসব নার্সদের বিমানসেবিকাদের মত পোশাক পরানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এর ফলে নার্সদের পারফরম্যান্সে উন্নতির পাশাপাশি রোগীরাও আগের চেয়ে অনেক দ্রুত সুস্থ হচ্ছেন।

মোট ১২ জন নার্সকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ভাল পারফরম্যানসের পর তাঁরা মাইনেও বেশি পাচ্ছেন। বিমানসেবিকার পোশাক পরে এমন এক নার্স বললেন, আগের চেয়ে তাঁর কাজ করা উত্‍সাহও বেডে়ছে।

এই সংক্রান্ত ভিডিওটি---

First Published: Wednesday, May 21, 2014, 09:35


comments powered by Disqus