Last Updated: Wednesday, May 21, 2014, 09:34
সাবেকি পোশাক বদলে অভূতপূর্ব সাফল্য চিনা নার্সদের। এমনই এক ভিডিও নিয়ে হৈচৈ ইন্টারনেট দুনিয়ায়। চিনের এক হাসপাতালে ক দিন আগে কয়েক জন নার্সদের পারফরম্যান্স বাড়াতে অভিনব পন্থা গ্রহণ করা হয়। ডাক্তারির প্রাথমিক পাঠের পাশাপাশি হাসপাতালের নার্সদের ট্রেনিং দেওয়া হয় বিমানসেবিকাদের সঙ্গে।