Last Updated: May 10, 2013 18:47

প্রথমবারের জন্য পর্দায় একসঙ্গে আসতে চলেছেন অঙ্কুশ ও নুসরত। ওড়িয়া পরিচালক অশোক পতির বাংলা ছবি খিলাড়িতে একসঙ্গে দেখা যাবে দুজনকে। আগামী ১৮ মে থেকে কলকাতায় শুরু হবে শুটিং।
বলিউডে পরিচালক মিলন লুথারিয়াকে অ্যাসিস্ট করেছেন অশোক। তাঁর পরিচালিত ওড়িয়া ছবি ড্রিম গার্লের বাংলা রিমেকও হয়েছে। এটিই তাঁর প্রথম বাংলা ছবি। ছবির প্রেক্ষাপটে রয়েছে দুর্গা পুজো। ছবি নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত নুসরত জানালেন, আমি অশোকের ব্যাপারে শুনেছি। ওর সঙ্গে কাজ করতে সত্যিই আগ্রহী।
মহালয়া থেকে দশমীর মধ্যেই বাঁধা থাকবে ছবির সময়কাল। সেই মতোই দুর্গা পুজোর সময় ছবি মুক্তির পরিকল্পনা করেছেন অশোক।
First Published: Friday, May 10, 2013, 18:47