Last Updated: November 25, 2013 23:51
গতকালই অভিযুক্তের পাশে দাঁড়িয়েছিল আম আদমি পার্টি। আর তার জেরেই এবার প্রকাশ্যে চলে এল কেজরিওয়ালের দলের কোন্দল। আম আদমি পার্টি থেকে ইস্তফা দিলেন নূতন ঠাকুর। দিল্লি ভোটের মুখে দলের ফাটল সামনে চলে আসায় স্বভাবতই অস্বস্তি বেড়েছে কেজরিওয়ালদের। কাজ করে দেওয়া বিনিময়ে টাকা তোলা। স্টিং অপারেশনে উঠে এসেছিল এমনই ভয়ঙ্কর ছবি। কাঠগড়ায় আম আদমি পার্টির নেতানেত্রীরা। সামনে ভোট। তাই এই ফুটেজ সামনে আসায় চরম অস্বস্তিতে পড়ে অরবিন্দ কেজরিওয়ালের দল।
দুদিনের মাথাতেই পাল্টা আক্রমণের পথে হাঁটেন যোগেন্দ্র যাদবরা। বলেন, ফুটেজে রদবদল করে আম আদমি পার্টিকে বদনাম করার চেষ্টা হচ্ছে। আর এর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সামনে চলে এল দলের ফাটল। ইস্তফা দিলেন নূতন ঠাকুর। অভিযোগের তির সরাসরি নেতৃত্বের দিকে। সম্ভবত এই ফাটলটা সামনে আসার অপেক্ষাতেই ছিল বিজেপি। একদিকে আন্নার তোপ। অন্যদিকে একের পর এক দুর্নীতির অভিযোগ। দিল্লিভোটের মুখে স্বভাবতই প্রবল চাপে অরবিন্দ কেজরিওয়ালরা।
First Published: Monday, November 25, 2013, 23:51