`উষ্ণতা`র অত্যাচারে কলারে লিপস্টিক ওবামার

`উষ্ণতা`র অত্যাচারে কলারে লিপস্টিক ওবামার

`উষ্ণতা`র অত্যাচারে কলারে লিপস্টিক ওবামারকলারে লিপস্টিকের দাগের ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউজে একটি অনুষ্ঠানে ওবামা বলেন আমার কলারে দাগ আপনাদের ভালবাসার পরিচয়। রসিকতা করে ওবামা বলেন স্ত্রীর সঙ্গে বচসা এড়াতে লিপস্টিকের দাগের ব্যাখ্যা দিচ্ছেন তিনি।

এ দিন এশিয়ান অ্যামেরিকান প্যাসিফিক আইল্যান্ডারদের অনুষ্ঠানে ৩০০ জন দর্শকের সামনে ওবামা বলেন, আমার মনে হয় কালপ্রিটকে আমি চিনি। প্রেসিডেন্টের কথার সঙ্গে সঙ্গেই হাসির রোল ওঠে দর্শকদের মধ্যে। ওবামার মনে আমেরিকান আইডল ১১তম সিজনের বিজয়ী জেসিকা স্যাঞ্চেজের আত্মীয়র উষ্ণতার পরিচয় এই দাগ। দর্শকদের মধ্যে তাঁকে খুঁজেও বের করেন ওবামা। হাত দিয়ে কলার ধরে বলেন, দেখুন সকলে। ওনার জন্যই আমার কলারে দাগ।

First Published: Wednesday, May 29, 2013, 16:32


comments powered by Disqus