Last Updated: November 20, 2012 10:22

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে মায়ানমারের মাটি ছুঁয়ে গেলেন বারাক ওবামা। গতকাল তিনি সে দেশের প্রেসিডেন্ট থেইন সেইন ও বিরোধী দলনেত্রী আং-সান-সুকির সঙ্গে দেখা করেন। গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় গতি আনার জন্য মায়ানমারের শাসকদের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। ইয়াঙ্গনে ৬ ঘণ্টার ঝটিকা সফর সেরে গতকালই কম্বোডিয়া পৌঁছন তিনি।
আং-সান-সুকি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসিকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি। সুকি সহ অন্যান্য রাজনৈতিক বন্দিদের মুক্তি। আপাতভাবে হলেও আইনসভাকে অসামরিক চেহারা দেওয়ার চেষ্টা। এ সবই মায়ানমারের জুন্টা প্রশাসনের রাজনৈতিক সংস্কারে সদিচ্ছার প্রকাশ বলে মনে করছে আমেরিকা। তাঁর দেশের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য ওয়াশিংটন সহ পশ্চিমী দুনিয়াকে অনুরোধ করেছেন খোদ আং-সান-সুকি। এই পরিস্থিতিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ইয়াঙ্গনে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে একইসঙ্গে মায়ানমারের সংস্কারপন্থী প্রেসিডেন্ট ও বিরোধী নেত্রী সুকির সঙ্গে দেখা করলেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে রাখিনদের হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করা ও গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় গতি আনার জন্য মায়ানমার প্রশাসনকে বলেন ওবামা।
সোমবার, বিদেশসচিব হিলারি ক্লিন্টনকে নিয়ে সুকির বাড়িতে যান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, সুকি বলেন, দেশ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করলেও তাঁদের সদাসতর্ক থাকতে হবে।
সোমবার ইয়াঙ্গন বিশ্ববিদ্যালয়েও বক্তব্য রাখেন বারাক ওবামা। সংস্কারের পথে হাঁটতে গিয়ে জুন্টা প্রশাসনেরই একাংশের বিরোধিতার মুখে পড়ছেন মায়ানমারের প্রেসিডেন্ট। ওবামার সফর তাঁর হাত শক্ত করবে বলেই মনে করছে ওয়াশিংটন। ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে এদিন কম্বোডিয়া পৌঁছন বারাক ওবামা। সে দেশের প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে দেখা করেন তিনি।
First Published: Tuesday, November 20, 2012, 10:22