aung san su ki - Latest News on aung san su ki| Breaking News in Bengali on 24ghanta.com
মায়ানমার সফরে সুকি এবং জুন্টা প্রশাসনের সঙ্গে পৃথক বৈঠক ওবামার

মায়ানমার সফরে সুকি এবং জুন্টা প্রশাসনের সঙ্গে পৃথক বৈঠক ওবামার

Last Updated: Tuesday, November 20, 2012, 10:22

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে মায়ানমারের মাটি ছুঁয়ে গেলেন বারাক ওবামা। গতকাল তিনি সে দেশের প্রেসিডেন্ট থেইন সেইন ও বিরোধী দলনেত্রী আং-সান-সুকির সঙ্গে দেখা করেন। গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় গতি আনার জন্য মায়ানমারের শাসকদের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। ইয়াঙ্গনে ৬ ঘণ্টার ঝটিকা সফর সেরে গতকালই কম্বোডিয়া পৌঁছন তিনি।