ডেনেভারের নিহতদের পরিবারের পাশে ওবামা

ডেনেভারের নিহতদের পরিবারের পাশে ওবামা

ডেনেভারের নিহতদের পরিবারের পাশে ওবামারবিবার ঝটিকা সফরে কলোরাডো গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার কলোরাডোয় সিনেমাহলে বন্দুকবাজের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। আড়াই ঘণ্টার সফরে নিহতদের পরিবারের সঙ্গে একান্তে মিলিত হওয়ার পাশাপাশি কলোরাডোর শীর্ষস্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন প্রেসিডেন্ট ওবামা।

শুক্রবার গভীর রাতে ডেনভারের অরোরা শহরের সেঞ্চুরি সিনেমা হলে ব্যাটম্যান সিরিজের নতুন ছবি দ্য ডার্ক নাইট রাইজেস-এর প্রিমিয়ার শো চলাকালীন কলোরাডোর ডেনভার শহরে হামলা চালায় এক বন্দুকবাজ। গুলিতে এখনও পর্যন্ত মৃত্যু হয় ১২ জনের। আহত হন, কমপক্ষে ৫০ জন।

First Published: Monday, July 23, 2012, 09:02


comments powered by Disqus