Last Updated: Tuesday, January 10, 2012, 13:38
ফের বিতর্কে উঠে এল গ্রুপ থিয়েটার। নাট্যরঙ্গের শ্রী শম্ভু মিত্র নাটককে ঘিরে প্রশ্ন তুলছেন বিদ্ধজনেরা। এমনকি নাটক লেখার সময় নাট্যকারের গবেষণা নিয়েও প্রশ্ন উঠছে। প্রতিভা নয়, গোটা নাটকে শম্ভু মিত্রের ব্যক্তি জীবন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি প্রশ্ন উঠছে নাটক তৈরির উদ্দেশ্যে নিয়েও।