রেলের ওভারহেড তারে কলাপাতা ফেলে রোখা হল ট্রেন

রেলের ওভারহেড তারে কলাপাতা ফেলে রোখা হল ট্রেন

রেলের ওভারহেড তারে কলাপাতা ফেলে রোখা হল ট্রেনফের রেলের ওভারহেড তারে কলাপাতা ছুঁড়ে রেল রোখা হল শিয়ালদহ দক্ষিণ শাখায়। সপ্তাহ শুরুর প্রথম দিনেই রেল অবরোধে ব্যতিব্যস্ত নিত্যযাত্রীরা। ইজ্জত রেল টিকিটের অসুবিধের প্রতিবাদে, সারা বাংলা পরিচারিকা সমিতি আজ শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করে।

ক্যানিং শাখার ঘুটিয়ারি শরিফ ও তালদি স্টেশনে রেলের ওভারহেডে কলাপাতা ছুঁড়ে রেল রোখার জন্য অন্য শাখায় অবরোধ উঠে গেলেও ক্যানিং শাখায় এখনও পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হয়নি।  

First Published: Monday, October 28, 2013, 14:44


comments powered by Disqus