Last Updated: Monday, October 28, 2013, 14:44
ফের রেলের ওভারহেড তারে কলাপাতা ছুঁড়ে রেল রোখা হল শিয়ালদহ দক্ষিণ শাখায়। সপ্তাহ শুরুর প্রথম দিনেই রেল অবরোধে ব্যতিব্যস্ত নিত্যযাত্রীরা। ইজ্জত রেল টিকিটের অসুবিধের প্রতিবাদে, সারা বাংলা পরিচারিকা সমিতি আজ শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করে।