Last Updated: August 28, 2013 23:37

৫ মিনিটে বাঁশদ্রোনী থানার ওসি বদল। ওসি ছিলেন অভিজিৎ ঘোষ। ইবি থেকে অরুময় মুখার্জিকে দায়িত্ব দেওয়া হয়। আগের নির্দেশ খারিজ করে ৫ মিনিটের মধ্যেই নয়া নির্দেশ আসে। নতুন ওসি করা হয় সুজিত পালকে।
First Published: Wednesday, August 28, 2013, 23:37