Last Updated: April 26, 2012 23:42

কলকাতা ক্রীড়াসাংবাদিক ক্লাবের পক্ষ থেকে জমকালো অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হল প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকর ও অলিম্পিয়ান অ্যাথলিট সাইনি আব্রাহাম উইলসনকে। শুধু এই দুই ক্রীড়াব্যক্তিত্বই নয়, আরও ২০ জন ক্রীড়াব্যক্তিত্ব পুরস্কার দেওয়া হয়। কলকাতা ক্রীড়াসাংবাদিক ক্লাবের পক্ষ থেকে জমকালো অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হল প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকর ও অলিম্পিয়ান অ্যাথলিট সাইনি আব্রাহাম উইলসনকে। শুধু এই দুই ক্রীড়াব্যক্তিত্বই নয়, আরও ২০ জন ক্রীড়াব্যক্তিত্ব পুরস্কার দেওয়া হয়। বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে দুই অলিম্পিয়ান লেসলি ক্লডিয়াস ও কেশব দত্তকে। সম্মানিত পদ্মশ্রী ঝুলন গোস্বামী, অর্জুন সুনীল ছেত্রী, দ্রোণাচার্য কুন্তল রায় ও ধ্যানচাঁদ পুরস্কার প্রাপ্ত সাবির আলিকে। বর্ষসেরা ফুটবলার হয়েছেন ওডাফা ওকেলি ও বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন অশোক দিন্দা।
অনুষ্ঠানে এসে ক্রীড়ামন্ত্রী মদন মিত্র সিএসজেসিকে পাঁচলক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন।ক্রীড়া উন্নতির জন্য কলকাতা ক্রীড়াসাংবাদিক ক্লাবকে এই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি ক্রীড়ামন্ত্রীর।
First Published: Thursday, April 26, 2012, 23:44