Last Updated: Thursday, November 22, 2012, 15:37
প্রথম টেস্টে ধোনির এক ডাকে তিনি তড়িঘড়ি আমেদাবাদ হাজির হয়েছিলেন। কিন্তু ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে মোতেরাতে মাঠে নামার সৌভাগ্য হয়নি তাঁর। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ভরসা রেখেছিলেন দুই স্পিনারের উপরই। তবে ড্রেসিং রুমে বসে না থেকে দিন্দা বাংলার হয়ে রঞ্জি খেলতে ফিরে আসেন। অন্যদিকে মুম্বই টেস্টের আগে উমেশ যাদবের চোট থাকায় `বদলার সিরিজে`-এর দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে কিছুটা বিপাকে মাহী। প্রথম টেস্ট জিতে যতই `অ্যাডভানটেজ` ভারত থাকুক না কেন ধোনির মাথা থেকে বোধহয় `কুক` বিক্রমের কথা এখনও মুছে যায়নি। তাই কোন ঝুঁকি নিতেই রাজি নন তিনি। অতএব কিছুটা বাধ্য হয়েই ডাক পড়ল দিন্দার। যদি সুযোগ পান তাহলে এটাই তাঁর টেস্ট অভিষেক হবে। তবে প্রথম টেস্টে চোট পাওয়া ইশান্ত শর্মা কিন্তু এখন পুরোপুরি ফিট। তাঁর দলে ফিরে আসার সম্ভাবনাও প্রবল। তাই এবারও দিন্দার ভাগ্যে শিকে ছেঁড়াটা কিন্তু বেশ অনিশ্চিত।