অবশেষে অগ্রিম পেয়ে ওডাফা ফিরছেন বাড়িতে

অবশেষে অগ্রিম পেয়ে ওডাফা ফিরছেন বাড়িতে

Tag:  odafa mohun bagan
অবশেষে অগ্রিম পেয়ে ওডাফা ফিরছেন বাড়িতেমোহনবাগানের থেকে অগ্রিম না পাওয়ায় প্রায় একমাস কলকাতায় বসে থাকতে হল ওডাফা ওকেলিকে। অবশেষে বুধবার বাড়ি ফিরতে চলেছেন মোহনবাগানের তারকা গোলমেশিন। তেইশে মে ইস্টবেঙ্গলের  বিরুদ্ধে গত মরসুমের শেষ ম্যাচ খেলেছিলেন নাইজেরীয় গোলমেশিন। তার সতীর্থ তো বটেই অন্যান্য দলের বিদেশিরা সবাই দেশে ফিরে গেছেন। কিন্তু আর্থিক সমস্যা থাকায় ওডাফার চাহিদামত টাকা মেটাতে পারছিলেন না মোহনবাগান কর্তারা।

শেষ পর্যন্ত মঙ্গলবার ওডাফার সমস্ত টাকা মিটিয়ে দেন সবুজ-মেরুন কর্তারা। বুধবার বিকেলের বিমানে লাগোস উড়ে যাচ্ছেন মোহনবাগানের তারকা স্ট্রাইকার।এত দেরি করে বাড়ি যাচ্ছেন,তাই ধরেই নেওয়া যায় নতুন মরসুমের শুরুতে দেরি করে কলকাতায় ফিরবেন তিনি। সেক্ষেত্রে প্রাক মরসুম প্রস্তুতির অনেকটা সময় হয়ত পাওয়া যাবে না ওডাফাকে।

First Published: Tuesday, June 11, 2013, 21:07


comments powered by Disqus