Last Updated: May 19, 2013 18:06

মোহনবাগান (৩) প্রয়াগ ইউনাইটেড (০)
মরসুমের শেষপর্বেও ওডাফা ম্যাজিক অব্যাহত। মোহনবাগান অধিনায়কের হ্যাটট্রিকের সৌজন্যে লিগের খেতাবি দৌড় জমিয়ে দিল করিম বেঞ্চিরিফার দল। রিপ্লে ম্যাচে কল্যাণীতে প্রয়াগ ইউনাইটেডকে ৩-০ গোলে হারাল সবুজ-মেরুন শিবির। এই জয়ের ফলে মোহনবাগানের পয়েন্ট হল সাত ম্যাচে ১৯। ফলে বৃহস্পতিবার যুবভারতীতে ডার্বি ম্যাচই হতে চলেছে লিগের ফাইনাল।
যে দল জিতবে, তারাই এবারের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন হবে। কার্ডের জন্য এই ম্যাচে খেলতে পারেননি প্রয়াগের তারকা স্ট্রাইকার র্যান্টি মার্টিনস। বাড়ি ফিরে গেছেন কোচ এলকো। দেশে ফিরে গেছেন কার্লোসও। তাই মোহনবাগানের বিরুদ্ধে এদিন ভাঙাচোরা দল নিয়েই মাঠে নেমেছিল প্রয়াগ। প্রথমার্ধে ওডাফার গোলে এগিয়ে যায় মোহনবাগান।
পিছিয়ে পরলেও বেশ কিছুটা সময় সবুজ-মেরুন ডিফেন্সকে চাপে রেখেছিলেন লালকমলরা। দ্বিতীয়ার্ধে অল্প কয়েক মিনিটের মধ্যে ওডাফার জোড়া গোল প্রয়াগের যাবতীয় লড়াই শেষ করে দেয়। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় প্রয়াগের লালকমল ভৌমিক আর মোহনবাগানের কুইন্টন জ্যাকবসকে।
First Published: Sunday, May 19, 2013, 18:06