ওডাফা-টোলগের ইগো সামলেই বাজিমাত করিমের

ওডাফা-টোলগের ইগো সামলেই বাজিমাত করিমের

Tag:  odafa tolgay karim
ওডাফা-টোলগের ইগো সামলেই বাজিমাত করিমেরমরসুমের প্রথম টুর্নামেন্টের প্রথম ম্যাচের পরই শুরু হয় দুই নায়কের ইগোর লড়াই। টোলগে-ওডাফার মন কষাকষি নিয়ে সরগরম ছিল গোটা ময়দান। আর এই লড়াই ধামাচাপ দিতে ব্যর্থ হওয়ায় চাকরি যায় কোচ সন্তোষ কাশ্যপের। বাগানের সংসারে করিম আসার পর এই দুই তারকাকে নিপুন হাতে সামলানোই ছিল মরক্কোন কোচের একমাত্র চ্যালেঞ্জ। কখনও চোট,কখনও কার্ড, কখনও অসুস্থ হওয়ার জন্য টোলগে-ওডাফাকে একসঙ্গে পাচ্ছিলেন না কোচ করিম।

হাতে গোনা কয়েকটি ম্যাচ দুই তারকার কম্বিনেশন তৈরির সুযোগ পেয়েছিলেন করিম। তার মধ্যেই শুরু করেছিলেন ইগোর লড়াই ভুলিয়ে দিয়ে দুই তারকার মধ্যে মাঠের লড়াইয়ের তাগিদ ফিরিয়ে আনা। যার ফল পেলেন রবিবার স্পোর্টিং ম্যাচে। ওডাফার হ্যাটট্রিক। টোলগের জোড়া গোল। মুখে চওড়া হাসি করিমের।

First Published: Sunday, April 7, 2013, 21:21


comments powered by Disqus