Last Updated: Sunday, January 27, 2013, 17:10
আই লিগে জয় ফের অধরাই থাকল মোহনবাগানের। নির্বাসনের শাস্তি কাটিয়ে উঠে ফেরার পর আবার ড্র করল করিম বেঞ্চারিফার দল। রবিবার কল্যাণী স্টেডিয়ামে ম্যাচের একেবারে শেষের দিকে গোল খেয়ে জেতা ম্যাচ ড্র করল মোহনবাগান। ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত এক গোল এগিয়ে থাকা করিমের দল তিন পয়েন্ট থেকে বঞ্চিত হল র্যান্টি মার্টিন্সের দুরন্ত গোলে। যার মানে দাঁড়াল অবনমনের ভূত আরও চেপে বসলে মোহনবাগানের কাঁধে।