official arranges electronic voting machines in a box

কাল ভোট, কিন্তু ভোটকর্মী পৌঁছতে চূড়ান্ত বিশৃঙ্খলা

গাড়ি নেই, রোদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা। ভোটকর্মীদের বিক্ষোভে, বেশ কিছুক্ষণ বন্ধ থাকে বীরভূমের রামপুরহাট রোডে যান চলাচল। পরে পুলিস অবস্থা আয়ত্তে আসে।

একইরকম বিক্ষোভ হয় হুগলির আরামবাগে। গাড়ি না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ভোটকর্মীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিস অবস্থা আয়ত্তে আনে। ভোটকর্মীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়।

First Published: Tuesday, April 29, 2014, 21:06


comments powered by Disqus