Last Updated: November 27, 2013 23:04
তেল কেলেঙ্কারি ইস্যুতে উত্তাল হয়ে উঠল কলকাতা পুরসভার অধিবেশন। তেল রহস্য সমাধানে বিচারবিভাগীয় তদন্ত দাবি করল বামফ্রন্ট। সিবিআই তদন্ত চাইল কংগ্রেস।
আর্থিক কেলেঙ্কারির অভিযোগ কিছুতেই পিছু ছাড়ছে না কলকাতা পুরসভার। ত্রিফলা, টোকেনের পর এবার জ্বালানি তেল কেলেঙ্কারি। আরও একবার অস্বস্তিতে কলকাতা পুরসভা।
বুধবার তেল কেলেঙ্কারী ইস্যুতে উত্তাল হয়ে ওঠে পুরসভার অধিবেশন। কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় অভিযোগ করেন, মেয়র কলকাতায় না থাকা সত্ত্বেও তার দুটি গাড়ি ও ডেপুটি মেয়রের গাড়ি ব্যবহার হয়েছে। এমনকি পুরসভার গ্যারাজ যেতে ওই তিনটি গাড়ির জন্য যথেচ্ছভাবে তেল তোলা হয়েছে।
গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছে কংগ্রেস। এই সংক্রান্ত কাগজপত্র নিয়ে তারা পুরমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছে কংগ্রেস। বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে বামফ্রন্ট।
কোনোরকম বিচারবিভাগীয় তদন্ত যে তারা করবে না তা স্পষ্ট করে দিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে, তার নিজের গাড়ি কীভাবে তেল তুলল তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন মেয়র।
একের পর এক আর্থিক নয়ছয়ের অভিযোগে রীতমতো অস্বস্তিতে পুরকর্তৃপক্ষ। বিরোধীদের অভিযোগ, ফের যদি কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসে। আপাতত সেই আতঙ্কে বিচারবিভাগীয় তদন্ত করতে রাজি নয় কলকাতা পুরসভা।
First Published: Wednesday, November 27, 2013, 23:04