Last Updated: Wednesday, May 8, 2013, 13:51
অনির্দিষ্টকালের জন্য মুলতুবী হয়ে গেল লোকসভার অধিবেশন। বুধবারও বিরোধীরা একাধিক ইস্যুতে সংসদ অচল করে দেয়। ১১টায় অধিবেশন শুরুর পর বেলা ১২টা পর্যন্ত সভা মুলতুবী হয়। দ্বিতীয় দফায় অধিবেশন বসলেও বিরোধীরা কয়লা কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে শ্লোগান দিতে থাকেন। কেন্দ্রীয় মন্ত্রী পবন কুমার বনশল ও অশ্বিনী কুমারের পদ্যাগের দাবিতেও সরব হন তাঁরা।