Last Updated: May 18, 2012 22:00

এবার নকশালপন্থীদের সশস্ত্র গণবিপ্লবের তত্ত্বকে প্রকাশ্যে সমর্থন জানালেন বলিউডের স্বনামধন্য অভিনেতা ওম পুরি। এদিন প্রকাশ ঝা`র নতুন ছবি `চক্রব্যূহ`র শুটিং-এ এসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় হঠাত্ই বিভিন্ন রাজ্যের ক্রমবর্ধমান মাওবাদী সমস্যার প্রসঙ্গ উত্থাপন করেন ওম পুরি। উঠে আসে, সম্প্রতি ছত্তিশগড়ের সুকমার জেলাশাসক অ্যালেক্স পল মেননের অপহরণের প্রসঙ্গ। এ সময় হঠাত্ই ৬১ বছরের প্রবীণ অভিনেতা বলেন, "নকশালরা জঙ্গি নয়, যোদ্ধা"। সেই সঙ্গেই তাঁর দাবি, "নকশালরা সাধারণ মানুষের কোনও ক্ষতি করে না"।
তবে এই প্রথম নয়, সাম্প্রতি সংসদ ও সাংসদদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে প্রবল বিতর্ক তৈরি করেছিলেন ওম পুরি। দিল্লির রামলীলা ময়দানে আন্না হাজারের জনলোকপাল আন্দোলনের মঞ্চে দেওয়া তাঁর এই আপত্তিকর ভাষণ নিয়ে সংসদে স্বাধিকার ভঙ্গেরও প্রস্তাব পেশ হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে পুরো বিষয়টি ধামাচাপা দেন ওম পুরি। তবে তাঁর এদিনের বক্তব্যের পিছনে প্রকাশ ঝা`র নতুন ছবির প্রচারও নেপথ্য কারণ হতে পারে বলে মনে করছে টিনসেল টাউনের একটি মহল। `লাল সালাম` বা `রেড অ্যালার্ট`-এর মতো সাম্প্রতিক অতীতের বেশ কয়েকটি ছবিতে অতি-বাম সন্ত্রাসবাদের কারণ অনুসন্ধানের প্রচেষ্টা হয়েছে। প্রকাশ ঝা`র চক্রব্যূহ-তেও অনেকটা একইভাবে উন্নয়নের লেখচিত্রে পিছিয়ে থাকা অঞ্চলের সামাজিক সমস্যাগুলি তুলে ধরার চেষ্টা হয়েছে।
First Published: Friday, May 18, 2012, 22:00